আইপিএল
Published : 27 May 2025, 07:37 PM
আইপিএলে চলতি আসরের শুরু থেকেই ভুগছেন রোহিত শার্মা। মাঝে তিনটি ফিফটি করে ছন্দে ফেরার আভাস দিলেও, ফের আটকে গেছেন ব্যর্থতার গণ্ডিতে। রাখঢাক না রেখে সবসময় নিজের ভাবনা তুলে ধরা ভিরেন্দার শেবাগ সমালোচনার তির ছুড়েছেন উত্তরসূরির দিকে।
এবারের আইপিএলে নিজের প্রথম ছয় ইনিংসে কেবল ৮২ রান (সর্বোচ্চ ২৬) করে প্রবল চাপে ছিলেন রোহিত। সেই দুঃসময় পেছনে ফেলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অপরাজিত ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতান তিনি। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেন ৭০ রান। এক ম্যাচ পর রাজস্থানের রয়্যালস ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৩ রান।
কিন্তু, এরপর আবার যেন খোলসে ঢুকে গেছেন রোহিত। সবশেষ তিন ইনিংসে তার ব্যাট থেকে আসে ৭, ৫ ও ২৪ রানের ইনিংস।
ওই এই তিনটি ফিফটি ছাড়া বাকি ১০ ইনিংসের একটিতেও ৩০ রান করতে পারেননি রোহিত। এখন পর্যন্ত আসরে ১৩ ইনিংসে ৩২৯ রান করেছেন তিনি ২৭.৪১ গড় ও ১৪৭.৫৩ স্ট্রাইক রেটে।
জয়পুরে সোমবার সবশেষ ম্যাচেই যেমন পাঞ্জাব কিংসের বিপক্ষে ছন্দ পেতে ভীষণ ধুঁকতে দেখা যায় রোহিতকে। প্রথম চার ওভারের মধ্যে ৮ বল খেলে কেবল ৫ রান করতে পারেন তিনি। ম্যাচটিতে হিন্দি ধারাভাষ্য দেওয়া ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ওই সময় তুলে ধরেন পাওয়ারপ্লেতে রোহিতের কম বল খেলার বিষয়টি।
চোপড়ার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শেবাগ। পাওয়ার প্লেতে কম বল খেলতে হওয়াটা রোহিতের জন্য ‘ভালো দিক’ বলে বিদ্রুপ করেন ভারতের সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান।
“এটা ভালো তো। এভাবে সে পাওয়ারপ্লের পরেও ক্রিজে থাকতে পারবে। নয়তো, পাওয়ারপ্লেতে তাকে যত বেশি বল মোকাবেলা করতে হবে, তার আউট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে।”
১২ বলে ১৭ রান করে পাওয়ারপ্লে শেষ করেন রোহিত। শেষ পর্যন্ত ২১ বলে একটি ছক্কা ও ২টি চারে ২৪ রান করে বিদায় নেন ডানহাতি ব্যাটসম্যান।
সুরিয়াকুমার ইয়াদাভের ফিফটি ও বাকিদের অবদানে ৭ উইকেটে ১৮৪ রান করে মুম্বাই। প্রিয়ানশ আরিয়া ও জশ ইংলিসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে সেই রান ৯ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় পাঞ্জাব।