Published : 11 May 2025, 08:47 PM
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের জয়ের জন্য তখন প্রয়োজন ৩০ বলে ৩১ রান। স্বাগতিকদের দরকার ৪ উইকেট। পাঁচ বলের মধ্যে ২ উইকেট নিয়ে নিলেন স্বর্ণা আক্তার। পরে আর লড়াই করতে পারল না। তার অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশের মেয়েরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে রোববার দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারায় বাংলাদেশ ইমার্জিং নারী দল। ২৫৪ রানের লক্ষ্যে ২৩৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
হারলেও সিরিজের ট্রফি উঠেছে প্রোটিয়াদের হাতেই। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই ম্যাচ জিতেছিল তারা।
শেষ ম্যাচে ভালো করেছেন বাংলাদেশের ব্যাটাররা। ফিফটি করেছেন ইশমা তানজিম। স্বর্ণার পাশাপাশি সুমাইয়া আক্তার, রুবাইয়া আক্তার, আফিয়া আসিমারাও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা যদিও ভালো হয়নি স্বাগতিকদের। ১০ রানের আগে ড্রেসিং রুমে ফেরেন দিলারা আক্তার ও শারমিন সুলতানা।
তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন ইশমা ও সুমাইয়া। ৬ চারে ৮৩ বলে ৫৭ রান করেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ ইশমা। সুমাইয়ার ব্যাট থেকে আসে ৬০ বলে ৩৮ রান।
দুজনের বিদায়ের পর পঞ্চম উইকেটে ৬৮ রান যোগ করেন রুবাইয়া ও আফিয়া। ৩ চারে ৫৬ বলে ৩৪ রান করে আউট হন রুবাইয়া।
পরে মাত্র ৪৭ বলে ৫৯ রানের জুটি গড়েন আফিয়া ও স্বর্ণা। শেষ ওভারে ফেরার আগে ৫৭ বলে ৪৪ রান করেন আফিয়া। ৭ চারে ৩০ বলে ৪১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।
রান তাড়ায় দারুণ শুরু করে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৯৯ বলে ৯৭ রান যোগ করেন সিরিজে প্রথম খেলতে নামা দুই ওপেনার নিকোল ডি ক্লার্ক ও সিমোন লরেন্স। সবার পরে বোলিংয়ে এসে জুটি ভাঙেন ইশমা।
৫ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৪২ রান করেন ডি ক্লার্ক। লরেন্স খেলেন ৬৮ রানের ইনিংস। ৬৩ বলে ৮ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।
পরে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ উইকেট জুটিতে হাল ধরেন প্রথম ম্যাচের নায়ক ফে টানিক্লিফ ও দ্বিতীয় ম্যাচের সেরা এলিজ-মেরি মার্ক্স। দুজন মিলে যোগ করেন ৬৩ রান।
১ চার ও ২ ছক্কায় ৩৪ রান করা মার্ক্সকে আউট করেন ফুয়ারা বেগম। পরে ফিরতি ক্যাচে টানিক্লিফকে বিদায় করেন স্বর্ণা। ৫৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৫ রান করেন টানিক্লিফ।
প্রোটিয়াদের আর কেউ জয়ের সম্ভাবনা জাগাতে পারেননি।
ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে দুই দল। কক্সবাজার একাডেমি মাঠে ১৪, ১৬ ও ১৮ মে হবে তিন ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইমার্জিং: ৫০ ওভারে ২৫৩/৮ (ইশমা ৫৭, দিলারা ১, শারমিন ৫, সুমাইয়া ৩৮, রুবাইয়া ৩৪, আফিয়া ৪৪, স্বর্ণা ৪১*, ফারজানা ০, সাবিকুন ০; মার্ক্স ৬-০-৩২-০, টাকার ১০-৪-৩৯-২, জোন্স ৬-০-৩০-০, এনজুজা ৩-০-২৫-০, রাপো ৬-০-৩২-২, লেগোদি ৫-১-২৬-০, কুলা ৭-০-২৭-১, জাফটা ৭-০-৩৬-১)
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ৪৯.৪ ওভারে ২৩৯ (ডি ক্লার্ক ৪২, লরেন্স ৬৮, জাফটা ৭, টানিক্লিফ ৫৫, টাকা ২, এনজুজা ০, মার্ক্স ৩৪, জোন্স ৫, রাপো ৫, কুলা ৬, লেগোদি ১*; ফারজানা ৫.৪-০-৩০-১, ফুয়ারা ১০-০-৫২-১, সাবিকুন ১০-০-৪৯-২, স্বর্ণা ১০-১-৪১-৩, আনিসা ১০-০-৩৪-১, ইশমা ৪-০-২১-১)
ফল: বাংলাদেশ ইমার্জিং ১৪ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ২-১ ব্যবধানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: স্বর্ণা আক্তার
প্লেয়ার অব দা সিরিজ: ফে টানিক্লিফ