০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
প্রথম ম্যাচ জিতে লিড নিলেও শেষ পর্যন্ত সিরিজের ট্রফি নিজেদের কাছে রাখতে পারল না বাংলাদেশ ইমার্জিং নারী দল।
বাংলাদেশ ইমার্জিং নারী দলকে মাত্র ৭৯ রানে অলআউট করে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
বিপর্যয়ের মধ্যে স্বর্ণা আক্তারের আগ্রাসী ফিফটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ ইমার্জিং নারী দল।
বিশাল রান তাড়ায় অধিনায়কোচিত ইনিংসে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান আকবর আলি, কিন্তু তার বিদায়ের পর ভেঙে পড়ে বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংস।
আকবর আলির ঝড়ো ইনিংসের পর তিন ছক্কায় বাংলাদেশ ইমার্জিং দলকে জেতান রকিবুল হাসান, ওপেনিংয়ে ৮৭ রান করে ম্যাচের সেরা মাহফিজুল।
আগের দুই ম্যাচের ব্যর্থতা ঝেরে ফেলে শেষটিতে ভালো করলেন ব্যাটাররা।
ছোট পুঁজি নিয়ে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ ইমার্জিং নারী দল।
সুমাইয়া আক্তার ছাড়া আর কেউ তেমন কিছু করতে পারেননি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ ইমার্জিং নারী দল।