Published : 11 Mar 2025, 09:20 AM
পারিশ্রমিক, দায়িত্ব, রোমাঞ্চ- আইপিএলে এবার সবই অনেক বেশি মায়াঙ্ক ইয়াদাভের। কিন্তু তাকে দমিয়ে দিয়েছে ফাস্ট বোলারদের চিরশত্রু চোট। আইপিএলের প্রথম ভাগে খেলতে পারবেন না লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই উঠতি গতি তারকা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন মায়াঙ্ক। মাত্রই তিনি বোলিং শুরু করেছেন বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সাবেক জাতীয় একাডেমি)।
গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে এখানেই পুনর্বাসন চালিয়ে যাচ্ছিলেন মায়াঙ্ক। তার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি। তবে ফিটনেসের সবকটি মানদণ্ড ও বোলিং ওয়ার্কলোড মিলিয়ে আইপিএলের পরের ভাগে তাকে দেখা যেতে পারে।
এবারের আইপিএল শুরু আগামী ২২ মার্চ।
মায়াঙ্কের নিজের জন্য এটি যেমন বড় একটি ধাক্কা, তেমনি লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরিকল্পনাতেও এটা বড় চোট। গত আইপিএলে ২০ লাখ রুপি পারিশ্রমিক পাওয়া ফাস্ট বোলারকে এবার ১১ কোটি রুপিতে ধরে রেখেছিল দলটি।
গত মার্চে আইপিএলে লাক্ষ্ণৌর হয়ে খেলতে নেমে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটেই নজর কাড়েন মায়াঙ্ক। আইপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই ম্যান অব দা ম্যাচ হন তিনটি করে উইকেট নিয়ে। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে টানা বল করে তাক লাগিয়ে দেন তিনি। রাতারাতি হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন। দ্রুতই তাকে জাতীয় দলের ফাস্ট বোলিং চুক্তিতে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচক কমিটি।
তবে চার ম্যাচ খেলার পরই সাইড স্ট্রেইন নিয়ে ছিটকে পড়েন মায়াঙ্ক। পরে পুনবার্সনের সময় ভিন্ন আরেক চোট তার ফেরাকে বিলম্বিত করে আরও। সেই ধাক্কা কাটিয়ে উঠে গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। সিরিজের তিনটি ম্যাচই খেলে চার উইকেট শিকার করেন তিনি। এরপর আবার হানা দেয় চোট।
২২ বছর বয়সী ফাস্ট বোলারের চোটের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারতীয় বোর্ড। তবে পিঠের নিচের অংশের বাঁ পাশে স্ট্রেসজনিত চোট বলে জানতে পেরেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
গত মাসে লাক্ষ্নৌ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব নিয়ে ভারতের পেস গ্রেট জাহির খান বলেছেন, মেডিকেল টিমের সঙ্গে মিলে মায়াঙ্কের ফেরার একটি ছক তারা তৈরি করছেন। তবে তিনি উল্লেখ করেন, সম্ভাবনাময় এই পেসারকে খেলাতে তারা উদগ্রীব থাকলেও শুধু শতভাগ নয়, দেড়শ ভাগ ফিট হলেই কেবল তাকে খেলানো হবে।
এবারের আইপিএলে লাক্ষ্নৌর প্রথম ম্যাচ আগামী ২৪ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। আইপিএল রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে নেওয়া রিশাভ পান্তের নেতৃত্বে খেলবে দলটি।