আইপিএল
Published : 19 Apr 2025, 05:08 PM
রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন ও কোচ রাহুল দ্রাবিড়ের মধ্যে ‘শীতল সম্পর্কের’ গুঞ্জন রয়েছে ভারতীয় ক্রিকেটে। দেশটির কিছু সংবাদমাধ্যমের খবর, দুইজনের মাঝে কিছু বিষয় নিয়ে চলছে মতবিরোধ। এসব আলোচনা উড়িয়ে দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড়।
চলতি আইপিএলে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারছে না রাজস্থান। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে কেবল দুটিতে জিততে পেরেছে তারা। পয়েন্ট টেবিলে ৮ নম্বরে অবস্থান দলটির।
বাজে সময়ের মধ্যে থাকা রাজস্থানের খেলোয়াড় ও কোচকে নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। এসবের সঙ্গে চউর হয়েছে, স্যামসন ও দ্রাবিড়ের সম্পর্কের অবনতি নিয়ে খবরও।
রাজস্থানের সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দ্রাবিড়ের উদ্দেশ্যে একজন প্রশ্ন করেন স্যামসনের সম্পর্ক নিয়ে।
“গণমাধ্যমে কিছু প্রতিবেদন রয়েছে যেখানে বলা হয়েছে, অধিনায়ক সাঞ্জু স্যামসন এবং কোচ রাহুল দ্রাবিড়ের মধ্যে মতের মিল নেই। আপনি কি এর উত্তর দিবেন?”
প্রশ্নটি শুনেই হেসে দেন দ্রাবিড়। পরে হাসিমুখে উত্তরও দেন ভারতের সেরা ব্যাটসম্যানদের একজন।
“আমি জানি না, এসব প্রতিবেদন কোথা থেকে আসছে। আমাদের ভাবনা আসলে একই। দলের সব সিদ্ধান্ত-গ্রহণের প্রক্রিয়ার খুবই অবিচ্ছেদ্য অংশ সাঞ্জু এবং তার সঙ্গে আমার সত্যিই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে দলের অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রতিটি আলোচনা ও সিদ্ধান্তের সঙ্গে সে জড়িত। অবশ্যই, ম্যাচ হেরে গেলে এবং কাজগুলো কখনও কখনও ঠিক না হলে, সমালোচনার মুখোমুখি হতে হয় এবং তখন দলকে নিয়ে সেসব মোকাবেলা করতে পারলে খুশি লাগে।”
“কেই ভালো পারফর্ম না করলে কিংবা ভালো করতে না পারলে, এটা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করতে পারি। ফলাফল কখনও পক্ষে আসে, মাঝেমধ্যে আসে না। এটা থেকে আমাদের শিখতে হবে, এগিয়ে যেতে হবে এবং সামনের দিকে তাকাতে হবে।”
নিজেদের পরের ম্যাচে শনিবার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রাজস্থান।