চ্যাম্পিয়ন্স ট্রফি
Published : 28 Feb 2025, 06:47 PM
আসরে প্রথম দুই ম্যাচে আউট হয়েছিলেন অল্প রানে। সেই হতাশা পেছনে ফেলে সেদিকউল্লাহ আটাল জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও সম্ভাবনা জাগিয়ে সেঞ্চুরি পেলেন না তিনি অল্পের জন্য। ছক্কার ঝড় তুলে আরেকটি দারুণ ইনিংস খেললেন আজমাতউল্লাহ ওমারজাই।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার তিনে নেমে ৬ চার ও ৩ ছক্কায় ৯৫ বলে ৮৫ রান করেন সেদিকউল্লাহ। ছয় নম্বরে ৫ ছক্কা ও এক চারে ৬৩ বলে ৬৭ রান করেন ওমারজাই।
এই দুজনের পঞ্চাশোর্ধ ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
আফগানদের এই সংগ্রহে ‘অবদান’ আছে অস্ট্রেলিয়ার বোলারদেরও। ১৭টি ওয়াইডসহ অতিরিক্ত থেকে বিশ্ব চ্যাম্পিয়নরা দিয়েছে মোট ৩৭ রান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচে যা তাদের সর্বোচ্চ।
টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়ার আগের সর্বোচ্চ অতিরিক্ত রান ছিল ৩৬, ২০০৯ আসরে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
অতিরিক্ত থেকে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় অস্ট্রেলিয়া আছে এখন তিনে। ২০০২ আসরে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস দিয়েছিল ৩৮, ২০০৪ আসরে সাউথ্যাম্পটনে কেনিয়ার বিপক্ষে ভারত দিয়েছিল ৪২ রান।
নিজেদের ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়া অতিরিক্ত থেকে সর্বোচ্চ ৩৮ রান দিয়েছে দুই দফায়।
রাহমানউল্লাহ গুরবাজের দ্রুত বিদায়ে প্রথম ওভারেই উইকেটে যেতে হয় সেদিকউল্লাহকে। প্রথম দুই ম্যাচে ১৬ ও ৪ রান করা বাঁহাতি ব্যাটসম্যান এবার আইসিসি টুর্নামেন্টে তার প্রথম ফিফটি পূর্ণ করেন ৬৪ বলে। ৩২তম ওভারে তার চমৎকার ইনিংস থামে কাভারে ক্যাচ দিয়ে।
১৯৯ রানে ৭ উইকেট হারানো আফগানিস্তান ২৭৩ পর্যন্ত যেতে পারে মূলত ওমারজাইয়ের নৈপুণ্যে। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ফিফটি করেন ৫৪ বলে। শেষ ওভারে আউট হন তিনি।
আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ছক্কায় ৩১ বলে ৪১ রানের পর বোলিংয়ে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন এই পেস বোলিং অলরাউন্ডার।
এই ম্যাচে জয়ী দল উঠে যাবে সেমি-ফাইনালে। আফগানিস্তান হারলে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। অস্ট্রেলিয়া হেরে গেলে তাদের নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে শেষ চারের টিকেট নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ানদের, বাদ পড়বে আফগানিস্তান।