Published : 29 Apr 2025, 05:09 PM
ম্যাচ শেষে মাঠ থেকে ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। কিন্তু হুট করেই ছড়িয়ে পড়ল উত্তেজনা। ড্রেসিং রুমে না ঢুকে লাফ দিয়ে গ্যালারিতে উঠে গেলেন মাহমুদউল্লাহ। প্রচণ্ড ক্ষেপে ছুটে গেলেন তিনি দর্শকদের একটি অংশের দিকে!
ঢাকা প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচ শেষে দেখা গেল অপ্রীতিকর এই ঘটনা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে উড়িয়ে দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় করে আবাহনী লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির সঙ্গে এ দিন জিতলেই শিরোপা জিততে পারত মোহামেডান। কিন্তু অধিনায়ক তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ঘিরে সাম্প্রতিক নানা বিতর্কে টালমাটাল দলটি হেরে যায় শিরোপা নির্ধারণী ম্যাচে।
পরাজয়ের পর ড্রেসিং রুমে ফিরছিলেন ক্রিকেটাররা। ড্রেসিং রুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ড থাকা দর্শকদের কেউ কেউ তখন কটূ কথা ছুড়ে দেন ক্রিকেটারদের দিকে। মাহমুদউল্লাহর নাম ধরেও কিছু বলেন কেউ কেউ। এতে মেজাজ হারান ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। প্রায় দেড় যুগ আন্তর্জাতিক ক্রিকেটে খেলে কিছুদিন আগে অবসরে যাওয়া ক্রিকেটার গ্যালারিতে উঠে তেড়ে যান দর্শকদের দিকে।
আশেপাশে থাকা কয়েকজন তখন ফেরানোর চেষ্টা করেন তাকে। মোহামেডানের ম্যানেজার, সাবেক ক্রিকেটার ও সাবেক জাতীয় নির্বাচক সাজ্জাদ আহমেদ দ্রুত তার পিছু নিয়ে ফিরিয়ে নিয়ে আসেন তাকে। ফেরার সময়ও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গজরাতে দেখা যায় ২০ বছরের বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে খেলা অভিজ্ঞ ক্রিকেটারকে।