Published : 12 Jan 2024, 09:03 PM
দীর্ঘ ছয় বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমে বল হাতে যেন সুইংয়ের জাদু দেখালেন ভুবনেশ্বর কুমার। চমৎকার বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে রাঙালেন সাদা পোশাকের ক্রিকেটে প্রত্যাবর্তন।
চলমান রঞ্জি ট্রফিতে শুক্রবার বেঙ্গলের বিপক্ষে উত্তর প্রদেশের হয়ে নিজেকে মেলে ধরেন ভুবনেশ্বর। ১৩ ওভারে ২৫ রানে তার শিকার পাঁচটি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ত্রয়োদশ পাঁচ উইকেটের কীর্তি।
২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহান্সবার্গ টেস্টের পর মাঝে আর কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি ভুবনেশ্বর। এক বছরের বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেটেও ভারত দলে জায়গা হয় না তার। দেশের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২২ সালের নভেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে।
কদিন পর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। এর আগে লাল বলে ভুবনেশ্বরের এই পারফরম্যান্স নজর কাড়তে পারে নির্বাচকদের। যদিও এখন টেস্ট দলে তার ফেরার বাস্তব সম্ভাবনা নেই বললেই চলে।
ভুবনেশ্বরের ফেরার ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি তার দল উত্তর প্রদেশ। তাদেরকে প্রথম ইনিংসে ৬০ রানেই গুটিয়ে দেয় বেঙ্গল। অসাধারণ বোলিংয়ে স্রেফ ১৪ রানে ৪ উইকেট নিয়ে আলো ছড়ান মোহাম্মদ শামির ছোট ভাই মোহাম্মদ কাইফ।
এরপর বেঙ্গল ব্যাটিংয়ে নামলে শুরু হয় ভুবনেশ্বর-শো। ৫ উইকেটে ৯৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বেঙ্গল। দলটির এখন পর্যন্ত পড়া সবকটি উইকেটই নিয়েছেন ভুবনেশ্বর। শনিবার আরও কয়েকটি উইকেট পাওয়ার দারুণ সম্ভাবনা আছে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের।