Published : 04 Nov 2023, 04:04 PM
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের মেয়েদের স্পিনের সামনে কোনো জবাবই দিতে পারেননি নিগার সুলতানা, ফারজানা হকরা। একশর আগেই গুটিয়ে তারা ম্যাচ হেরেছে ৫ উইকেটে। ম্যাচ শেষে তাই বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আর কিছু রানের আক্ষেপ।
মিরপুরে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দশ উইকেটের সবই নেন পাকিস্তানের স্পিনাররা। ৯ ওভারে দুই মেডেনসহ স্রেফ ১৩ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল সাদিয়া ইকবাল। প্রথম পাঁচ ব্যাটারের চারজনকে ফেরান বাঁহাতি এই স্পিনার।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ২০ রানও করতে পারেননি কেউ। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু ফাহিমা খাতুন (১৮), রিতু মনি (১৪), নিগার (১৩)। ব্যাটারদের সম্মিলিত ব্যর্থতায় স্রেফ ৮১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের দলীয় সর্বনিম্ন স্কোর।
অল্প পুঁজিতেও পাকিস্তানের ৫ উইকেট নেয় বাংলাদেশ। অধিনায়ক নিদা দারের ৩৫ রানের অপরাজিত দায়িত্বশীল ইনিংসে জয় পায় পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিগার বললেন, দেড়শর কাছে যেতে পারলে লড়াই জমত আরও।
“যখন আমরা ব্যাটিংয়ে যাই; তখন আমার মনে হয়েছে এই উইকেট ২০০-২৫০ রান করার মতো উইকেট না। যদি আমরা দেড়শ রানের মতো করতে পারতাম, তাহলে অবশ্যই ওদের জন্য কঠিন হতো। বোলাররা খুব ভালো লড়াই করেছে। কারণ ৮০ রানে পাঁচটা উইকেট নেওয়া, ২৪ ওভার খেলানো। আমি বলব যে, অনেক ভালো বোলিং করেছে তারা।”
“উইকেটের দোহাই দিয়ে আসলে লাভ নেই। আমরাই ভালো ব্যাটিং করতে পারিনি। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারিনি। জুটি গড়া উচিত ছিল আমাদের। আমরা ক্রিজে থেকেছি কিছুক্ষণ, এরপর আউট হয়ে চলে এসেছি। ফলে আমরা পিছিয়ে গেছি। উইকেট যেমনই ছিল, আমরা ভালো খেলতে পারিনি।”
বাংলাদেশের দশ উইকেটের পর পাকিস্তানের পাঁচ উইকেটের চারটিও নেন স্পিনাররা। অন্যটি রান আউট। স্পিন সহায়ক এই উইকেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে যায় বাংলাদেশ। পরে সাদিয়া, নিদার স্পিনের সামনে কিছুই করতে পারেননি তারা।
তাই ম্যাচ শেষে টসের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন বাংলাদেশ অধিনায়ক।
“(টসের সিদ্ধান্ত) ভুল বলতে দেখেন, এসব উইকেটে আমার মনে হয়, আগে ব্যাটিং করাটাই ভালো। আমরা কিছু রান কম করেছি। আমরা যদি একশর বেশি রান করতে পারতাম, তাদের জন্য অনেক কঠিন হতো। কারণ পরে আমাদের বোলাররা বেশি সুবিধা পেয়েছে। জায়গায় বোলিং করলে খেলা খুব কঠিন ছিল। তো আমরা পরে ব্যাটিং করলে আমাদেরও কঠিন অবস্থায় পড়তে হতো।”
নিগারদের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অবাক করেছে পাকিস্তানকেও। ৪ উইকেট পাওয়া সাদিয়া জানালেন, তাদের কাজ সহজ হয়েছে বাংলাদেশের সিদ্ধান্তে।
“হ্যাঁ অবশ্যই! কিছুটা বিস্মিত ছিলাম আমরা। কারণ যেমন দেখেছি আমরা, উইকেট কিছুটা নরম ছিল। তো আমাদের মনে হয়েছিল, আগে বোলিং করা উচিত। তারাই টস জিতে ব্যাটিং নিয়েছিল। এটি আমাদের জন্য বাড়তি পাওয়া ছিল।”