Published : 15 Dec 2023, 10:05 PM
ম্যাচের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে জশ লিটল দিলেন ৯ রান। তবে খরুচে শুরুর পর তিনি ঘুরে দাঁড়ালেন দোর্দণ্ড প্রতাপে। নিজের পরের ওভারে কোনো রান না দিয়েই নিলেন ৩ উইকেট! পরের ওভারে আরেকটি। পরে আরও দুই শিকার ধরে আয়ারল্যান্ডের বাঁহাতি পেসার নাম তুললেন রেকর্ড বইয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শততম ম্যাচের উপলক্ষ রেকর্ড গড়া বোলিংয়ে রাঙিয়েছেন লিটল। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার ১০ ওভারে ৩৬ রানে ৬ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।
ওয়ানডে ম্যাচে এই প্রথম ৬ উইকেট পেলেন আয়ারল্যান্ডের কোনো পেসার। পেস-স্পিন মিলিয়েও আইরিশদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি।
২০১৭ সালে ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে পল স্টার্লিং অফ স্পিনে ৬ উইকেট নিয়েছিলেন ৫৫ রানে।
লিটল ও স্টার্লিং ছাড়া ৬ উইকেট নেই আয়ারল্যান্ডের আর কারো।
এই সংস্করণে লিটলের আগের ৩৩ ইনিংসে কখনও ৫ উইকেটও ছিল না। ৪ উইকেট পেয়েছিলেন তিনবার।
জিম্বাবুয়ের প্রথম চার ব্যাটসম্যানই এ দিন লিটলের শিকার। প্রথম স্পেলে ৬ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন তিনি।
মাঝে এক ওভার বোলিং করে পাননি কোনো উইকেট। পরে কোটার অষ্টম ও নবম ওভারে ধরেন দুই শিকার।
লিটলের তোপে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৬৬ রানে। কার্টিস ক্যাম্পারের ফিফটিতে আয়ারল্যান্ড লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪ উইকেট ও ৫৯ বল হাতে রেখে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আইরিশরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।