Published : 17 Jun 2025, 12:00 AM
ড্রোন বানানো চট্টগ্রামের তরুণ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামে আশিরের বাড়ি গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি নেতারা।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনের নেতারা আশিরের সঙ্গে দেখা করেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা রিজভী সাংবাদিকদের বলেন, আশিরের উদ্ভাবনের বিষয়টি তারেক রহমান লন্ডনে বসে অনলাইনে দেখেছেন। এ রাষ্ট্রে ও সমাজে অনেক প্রতিভাবান জন্ম নেয়। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে সেগুলো অঙ্কুরে ঝরে যায়। আশির উদ্দিনরা যাতে ঝরে না যায়, সেটাই তারেক রহমানের মূল উদ্দেশ্য।”
আশির উদ্দিন সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাঁচ বছর ধরে তিনি ড্রোন নির্মাণের কাজ করছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন ও জাহিদুল ইসলাম রনি সহায়তা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন।