Published : 25 Dec 2024, 09:58 PM
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় অভিযান চালাতে পুলিশ চার মাস আগে থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে।
বুধবার বিকালে নগরীর পাহাড়তলী থানাধীন কাস্টমস অ্যাকাডেমির পেছনে ধোপপুলে অভিযানে যায় পুলিশ। সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড বুলেট পাওয়া যায়।
পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিস্তল দুটি ও বুলেটগুলো ৫ অগাস্ট পরবর্তী সময়ে থানা থেকে লুট হয়েছিল।”
পুলিশ কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সময়ে পাহাড়তলী থানায় লাইসেন্স করা অস্ত্র জমা রাখা হয়েছিল। ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্য অনেক থানার মত পাহাড়তলী থানাতেও হামলা হয়। তখন সেখান থেকে অস্ত্র ও গুলি লুট হয়েছিল।