Published : 03 Jan 2025, 12:19 AM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে নিজ বাড়ির সামনে ছুরি হামলায় প্রাণ হারিয়েছেন এক বিএনপি নেতা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জঙ্গল সলিমপুরের এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মীর আরমান হোসেন (৪৮) সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজ বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় ‘দুর্বৃত্তরা’ তাকে ছুরিকাঘাত করে বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছি।”
পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।