Published : 01 Nov 2023, 06:49 PM
মীর্জা ফখরুল ও আমীর খসরুরা সরকার পতনের যে দিবা স্বপ্ন দেখেছিলেন এখন তা ‘দুঃস্বপ্ন হয়ে উঠেছে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বুধবার নগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘বিএনপি ও তার সহচরদের রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ কর্মসূচির’ দ্বিতীয় দিনে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “বিএনপি যদি ২০১৪-১৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায় এবং আবার যদি জ্বালাও-পোড়াও শুরু করে তাদেরকে অবশ্যই নিজেদের আগুনে পুড়ে আত্মহুতি দিতে হবে।
“তাদের বুঝতে হবে আওয়ামী লীগ বিজয়ী শক্তির প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগের বিনাশ নেই। যারা বিনাশ করতে চেয়েছে, তারাই বিনাশ হয়েছে।”
মাহতাব বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা করেছেন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সংবিধান অনুযায়ী নির্বাচন হবেই। যারা নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার, জনগণ এবং প্রশাসন অবশ্যই বাধ্য হবে।
“এক্ষেত্রে কাউকে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। মীর্জা ফখরুল ও আমীর খসরুরা সরকার পতনের যে দিবা স্বপ্ন দেখেছিল, এখন তা তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। তারা বিদেশি প্রভুর আর্শীবাদপ্রাপ্তির জন্য ভিক্ষার থালা নিয়ে ভিনদেশি দূতাবাসে ধর্ণা দিলেও সেই ভিক্ষার থালা ঘৃণাভরে প্রত্যাখ্যাত হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে মাহতাব বলেন, “আপনারা জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকুন এবং জনগণের শত্রুকে চিহ্নিত করে তাদেরকে চিরতরে নির্বাসনে পাঠান।”
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনাদ, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ সমশের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন ও সধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বুধবার নগরীর অক্সিজেন মোড়, বহদ্দারহাট মোড়, নতুন ব্রিজ মোড়, সল্টগোলা ক্রসিং মোড় ও এ কে খান মোড়ে একই কর্মসূচি পালিত হয়।