Published : 24 Feb 2025, 05:59 PM
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) লোগো থেকে নৌকা বাদ দিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় ফুল শাপলা।
এতদিন সিসিসির লোগোতে পাহাড়, নদী, নদীতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান ও সড়ক বাতি ছিল। নতুন লোগোটিতে সাম্পান বাদ দিয়ে শাপলা রাখা হয়েছে। বাকি সব আগের মতই আছে।
মঙ্গলবার দুপুরে নতুন লোগোটি সিসিসির ফেইসবুক পেজে প্রথম প্রকাশ করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিসিসির আগের লোগোটি পরিবর্তন করা হয়েছে। নতুন লোগো মেয়র মহোদয় অনুমোদন করেছেন।”
এ বিষয়ে জানতে মেয়র শাহাদাত হোসেনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে সিসিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নৌকা একটি দলের (আওয়ামী লীগের) নির্বাচনি প্রতীক হওয়ায় সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয় নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পরই।
২০২১ সালের ২৭ জানুয়ারি হওয়া সিসিসি ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দলটির নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে নয়জনকে বিবাদী করে মামলা করেছিলেন শাহাদাত।
গত বছরের ৫ অগাস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে গত বছরের ১৯ অগাস্ট রেজাউলকে অপসারণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গত বছরের ১ অক্টোবর নির্বাচনি ট্রাইব্যুনালে করা ওই মামলার রায়ে শাহাদাত হোসেনকে সিসিসির মেয়র ঘোষণা করা হয়।
গত ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন তিনি।