Published : 27 Jun 2025, 10:14 PM
চট্টগ্রামের চন্দনাইশে জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার সুচিয়া সাথী ক্লাবের কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
স্থানীয় সাংবাদিকেরা জানান, বরকল রাধামাধব ঝুলন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে চন্দনাইশের সুচিয়ার দিকে যাচ্ছিল। সুচিয়া সাথী ক্লাবের সামনে গেলে রথের উপরের অংশের সঙ্গে পল্লী বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়।
চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রথ যাবার পথে সেটি বিদ্যুতায়িত হলে পাঁচজন আহত হন।”
আহতরা হলেন, সৌরভ শীল (১৩), দীপা দে (১৪), অপূর্ব মজুমদার (১৫), উজ্জ্বল দেব (৪৬) ও সুজন দত্ত (৪০)।
তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।