রাজধানীতে বর্ণিল রথযাত্রা, আনন্দমুখর মানুষ
স্বামীবাগ আশ্রমে অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। জয়কালী মন্দির, শাপলা চত্বর, প্রেস ক্লাব হয়ে এ শোভাযাত্রা পৌঁছাবে ঢাকেশ্বরী মন্দিরে। নয় দিন পর ৫ জুলাই একই পথ দিয়ে রথ ফিরবে স্বামীবাগ মন্দিরে। তার নাম হবে উল্টো রথযাত্রা। মাঝের নয় দিনে থাকবে কীর্তন, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।