Published : 26 Jun 2025, 08:12 PM
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডে হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এবছরের পরীক্ষার প্রথম দিন হয়েছে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিন সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে। কোনো কেন্দ্রে বহিষ্কারের কোনো তথ্য পাওয়া যায়নি।”
তিনি জানান, পরীক্ষার প্রথম দিন মোট অনুপস্থিত ছিলেন এক হাজার ২৩০ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২ শতাংশের মত।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের কলেজ ৩০৭টি কলেজ থেকে এবার এক লাখ দুই হাজার ৮৬৯ জন পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন।
এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী অর্থাৎ যারা সব বিষয়ে পরীক্ষা দেবেন, তাদের সংখ্যা ৮৮ হাজার ৩১৮ জন।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, মোট ১১৫টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৮ জন। অনুপস্থিত ছিলেন ১২৩০ জন।
মহানগরীসহ চট্টগ্রাম জেলার ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে ৬৩ হাজার ৫২৬ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৪৪ জন।
কক্সবাজারে ১৮টি কেন্দ্রে ১০ হাজার ৪৬৭ জনের মধ্যে ১০ হাজার ৩০৯ জন পরীক্ষা দিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৭০ জন।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির ১০ কেন্দ্রে ৪ হাজার ৪৬৩ জনের মধ্যে ৪ হাজার ৩৯৩ জন পরীক্ষায় বসেছিলেন।
খাগড়াছড়ির ১০ কেন্দ্রে ৫ হাজার ৯২২ জনের মধ্যে ৫ হাজার ৮৩৩ জন ও বান্দরবান জেলার ৮ কেন্দ্রে ৩ হাজার ৯৬ জনের মধ্যে ৩ হাজার ২৭ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবছরের পরীক্ষায় ২৯ জন শারীরিক প্রতিবন্ধী ও ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধী শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নিয়েছেন।