Published : 17 May 2025, 02:55 PM
বঙ্গোপসাগরে ৩৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি কাঠের ট্রলার আটক করেছে নৌ পুলিশ।
জব্দ করা সারগুলো ‘মিয়ানমারে পাচারের জন্য ট্রলারে মজুদ করা হয়েছিল’ বলে পুলিশের ভাষ্য।
নগরীর পাহাড়তলী খেজুরতলা সংলগ্ন সাগর থেকে গত বুধবার ‘এফ ভি আবদুর রহমান-১’ ট্রলারটি আটক করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশের চট্টগ্রাম কুমিরা ফাঁড়ির পরিদর্শক ওয়ালী উদ্দিন আকবর।
আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে খেজুর তলা এলাকায় অভিযান চালিয়ে ট্রলার আটকে ৩৪০ বস্তা সার জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন কৌঁশলে সটকে পড়েন।
“আটকের পর ট্রলারটি তল্লাশি চালিয়ে ‘কাফকোর প্রস্তুত করা’ প্রতিটি ৫০ কেজি করে ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।”
পরিদর্শক ওয়ালী বলেন, সারগুলো আটক করার পর কেউ সেগুলোর মালিকানা দাবি করে কাগজপত্র নিয়ে তাদের সাথে যোগাযোগ করেনি।
“আমাদের কাছে তথ্য আছে সারগুলো মিয়ানমারে পাচারের জন্য ট্রলারে মজুদ করা হয়েছিল।”
এঘটনায় ট্রলার মালিক ও মাস্টারকে আসামি করে নগরীর পাহাড়তলী থানায় শুক্রবার রাতে নৌ পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ২ ও ৭ মে সেন্টমার্টিনে গভীর সাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করে কোস্ট গার্ড।
চলতি মাসের ২ তারিখে ট্রলার আটকে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে এবং ৭ মে ৭৪২ বস্তা সারসহ ১১ রোহিঙ্গা আটকের তথ্য দিয়েছিল কোস্ট গার্ড।
আইনশৃঙ্খলা বাহিরীর সদস্যরা বলছে, বাংলাদেশে কৃষকদের জন্য সরকার সারের ভর্তুকি দিয়ে আসছে। যার কারণে দেশে কৃষক পর্যায়ে প্রতি বস্তা ইউরিয়া সারের দাম এক হাজার ৩৫০ টাকা। আর মিয়ানমারে এ সার বাংলাদেশি টাকায় বিক্রি হয় পাঁচ হাজারের বেশি দামে।
এ কারণে একটি অসাধু চক্র বাংলাদেশ থেকে অবৈধভাবে মিয়ানমারে সার পাচার করে আসছে।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ডিলারদের মধ্যে বিতরণের জন্য দেশের স্থানে তাদের ‘বাফার গোডাউনে’ নিয়ে সার মজুদ করে। চট্টগ্রাম থেকে সার দেশের বিভিন্ন জেলায় তাদের গুদামে পৌঁছানের জন্য ঠিকাদার নিয়োগ করে প্রতিষ্ঠানটি।”
ওই কর্মকর্তা বলেছেন এসব ঠিকাদার ও বিতরণের সাথে জড়িতদের সাথে মিলে একটি শ্রেণি এসব সার সংগ্রহ করে মিয়ানমারে পাচার করে আসছে বলে তাদের কাছে তথ্য আছে।
পুরানো খবর: