Published : 28 May 2024, 04:42 PM
ঘূর্ণিঝড়ের পরদিন সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা উড়োজাহাজটি মঙ্গলবার চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় অবতরণ করেছে বলে শাহ আমানত বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রামে অবতরণ করতে না পারায় ফ্লাইটটি রি-শিডিউল করে চট্টগ্রামে আসবে। পাশাপাশি বাংলাদেশ বিমানের আরও একটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট অবতরণ করার কথা থাকলেও সেটি রি-শিডিউল করা হয়েছে। দুপুরের পর ফ্লাইটটি চট্টগ্রাম আসার কথা রয়েছে।”
এর আগে ঝড়বৃষ্টির কারণে সোমবার অভ্যন্তরীণ নয়টি উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এদিন ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের দুটি, ইউএস বাংলার পাঁচটি, নভো এয়ার এবং এয়ার এস্ট্রার একটি করে ফ্লাইট চট্টগ্রামে আসার কথা থাকলেও আসেনি।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার দুপুর থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টিপাত; রাতে নামে মুষলধারে। সোমবার সারাদিন ঝড়বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বন্দর নগরীতে। মঙ্গলবার দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল চট্টগ্রামে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরীতে ১১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।