Published : 01 Apr 2025, 06:48 PM
চট্টগ্রামের রাউজানে ‘জমির বিরোধে’ এক ভাইকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে অপর ভাইদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এদিকে নগরীর উত্তর কাট্টলী এলাকায় সীমানা বিরোধ নিয়ে ‘ঝামেলায়’ অপর এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাউজানে নিহত ব্যক্তির নাম নুরুল আলম বকুল (৪১), তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুল আলম বকুল ও তার পরিবারের সদস্যরা নগরীতে বাস করেন। বাড়িতে তাদের কিছু জমি নিয়ে কয়েক বছর ধরে ভাইদের মধ্যে ‘বিরোধ’ চলছিল।
“ঈদের ছুটিতে সব ভাইয়েরা মিলে দুপুরে পারিবারিকভাবে বৈঠকে বসেছিলেন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল আলমকে তার অপর ভাইয়েরা মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করেন।”
আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন ওসি।
তিনি বলেন, “আমরা ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে কাউকে পাইনি। সেখান থেকে হামলায় ব্যবহার করা দা উদ্ধার করেছি।”
এদিকে নগরীর উত্তর কাট্টলী এলাকায় সীমানা বিরোধে শ্যামল চৌধুরী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়ার কথা বলেছেন আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঘরের সীমানা নির্ধারণ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে শ্যামল চৌধুরীর পরিবারের ঝগড়া হয়। এসময় তিনি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওসি বলেন, “এক পক্ষ বলছে, শ্যামল চৌধুরীকে মারধর করা হয়েছে, আরেক পক্ষ বলছে ঝগড়ার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন।
“বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কীভাবে শ্যামল চৌধুরীর মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।”