Published : 29 Jun 2025, 08:52 PM
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় নাজিরহাট কলেজ ও জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নকল করার অভিযোগে চট্টগ্রাম জেলার দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্য কোনো জেলায় এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।”
শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই শিক্ষার্থীর মধ্যে একজন মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছিল। তার মোবাইলে প্রশ্নের উত্তর লেখা ছিল। সেটা দেখে লেখার সময় তাকে পরিদর্শকরা ধরেন এবং মোবাইল জব্দ করেন।
অপর শিক্ষার্থী হাতে লেখা নকল দেখে পরীক্ষা দেওয়ার সময় তাকে বহিষ্কার করার কথা বলেছেন ওই কর্মকর্তা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় আরও পাঁচ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ নিয়ে দুই দিনের পরীক্ষায় মোট এক হাজার ২৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেন।
বাংলা পরীক্ষায় মোট ৮৮ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তাদের মধ্যে প্রথম পত্রের পরীক্ষায় এক হাজার ২৩০ জন অনুপস্থিত ছিলেন। দ্বিতীয় পত্রের পরীক্ষায় নতুন করে আরও পাঁচজন অনুপস্থিত থাকেন।