Published : 03 Mar 2025, 11:46 AM
চট্টগ্রামে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পথচারীদের পিটুনিতে আহত হয়েছে ওই হামলাকারী।
নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত ব্যক্তি ‘ভবঘুরে’ বলে পুলিশের ভাষ্য। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
হামলাকারী যুবকের নাম শাহেদ ওরফে তোবেল (৩০), তিনিও ভবঘুরে প্রকৃতির।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত ১২টার দিকে জেল রোডের মুখে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরি নিয়ে অবস্থান করছিলেন। এসময় আমানত শাহ মাজার এলাকায় ভাসমান এক ব্যক্তির সাথে সে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
“তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে শাহেদ ওই ব্যক্তির ডান বাহুতে ছুরিকাঘাত করে।”
উপ-কমিশনার শাকিলা বলেন, ছুরিকাঘাত করার পর স্থানীয় পথচারীরা শাহেদকে ধাওয়া দিলে তিনি পালানোর চেষ্টা করে। পরে লালদিঘীর পাড় আওয়ামী লীগের অফিসের সামনে তাকে ধরে ‘গণপিটুনি’ দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডিকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে বলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাকিলা।