Published : 10 Jun 2025, 04:41 PM
নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় চট্টগ্রামের বাঁশখালীতে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে উপজেলার পশ্চিম চাম্বল এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রবীর চৌধুরী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার বাসিন্দা।
ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার প্রবীর চৌধুরী তার চেম্বারে বসে মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে এক ব্যক্তির সামনে কটূক্তি করেছিলেন।
“যার সামনে বসে প্রবীর মিত্র কটূক্তি করেছিলেন, তিনি রাতে থানায় মামলা করেন। ওই মামলায় প্রবীরকে গ্রেপ্তার করা হয়।"
স্থানীয়রা জানিয়েছেন, নবীকে নিয়ে ‘কটূক্তির ‘অভিযোগ তুলে স্থানীয় লোকজন প্রবীর চৌধুরীর বাড়ির কাছে গিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রবীরকে থানায় নিয়ে আসেন।
পরে লোকজন থানার সামনে জড়ো হয়েও বিক্ষোভ দেখিয়েছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়। ওই মামলায় পুলিশ প্রবীরকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে।