Published : 09 Apr 2025, 11:39 AM
ফিলিস্তিনের গাজায় ইসরায়লি বর্বতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের ঘটনায় এক কিশোরসহ চার জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
নগরীর কোতোয়ালি ও চকবাজার থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার গভীর রাতে আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোতোয়ালি থানায় গ্রেপ্তার তিন জন হলেন- জাহেদ হোসেন অপু (২৮), গোবিন্দ দত্ত (২৫), আবদুল্লাহ আল মারুফ (২১)। চকবাজার থানার গ্রেপ্তার কিশোরের বয়স ১৭ বছর।
কোতোয়ালি থানার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার বিকালে চেরাগী পাহাড় মোড়ে কেএফসি রেস্টুরেন্ট, কাজীর দেউড়ি এসএস খালেদ রোডে ব্র্যাক লার্নিং সেন্টার, ব্র্যাক ব্যাংকের সামনের অংশে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে চকবাজার প্যারেড কর্নার, চট্টেশ্বরী রোডের সিজিএস স্কুল মোড়, কয়েকটি প্রতিষ্ঠানের গ্লাস ও দোকানে রাখা কোমলপানীর বোতল ভাংচুর করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে এবং সেই মামলায় ১৭ বছর বয়েসী এক কিশোরকে গ্রেপ্তার করার কথা নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে লালখান বাজার ও জিইসি মোড়ে ভাংচুরের ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মো. আফতাব হোসেন জানান।