Published : 04 Jun 2025, 01:23 AM
চট্টগ্রামের সন্দ্বীপে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম মো. শিপন (৪৫), তিনি মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিপনকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে “
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা ওসির।
স্থানীয়রা বলছেন, মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পাঁচ আইন্না গোপাট এলাকায় কিছু লোক শিপনকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে।
ধারালো অস্ত্রের আঘাতে শিপনের শরীর থেকে হাত দুটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।