Published : 21 Mar 2025, 09:58 PM
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার নগরীর পাঁচলাইশ এলাকার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান।
গ্রেপ্তার আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪) হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকার আবুল বশরের ছেলে।
ওসি সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাইয়াজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ে অধ্যয়নরত। তার আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন।
তিনি বলেন, ফাইয়াজের বিরুদ্ধে মামলা হয়েছে।