Published : 17 Jun 2025, 12:48 AM
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে তল্লাশি চালানো সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষের মামলার পর সোমবার রাতে কোতোয়ালী এলাকা থেকে হান্নান রহিম তালুকদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার তথ্য দেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তার হান্নান রহিম নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’ নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং 'সিএস টিভি ২৪' নামে একটি আইপি চ্যানেলের চেয়ারম্যান পরিচয় দিয়ে থাকেন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হান্নান রহিম যে রেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালিয়েছেন সেটির কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা করেছে।
"ওই মামলায় কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।"
অভিযোগের বরাতে ওসি বলেন, ‘কথিত’ সাংবাদিক হান্নান গত ৫ জুন রাত ১১টার দিকে হোটেলটিতে প্রবেশ করে চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করার হুমকি দেন।
ওই হোটেলে যাওয়ার একটি ভিডিও হান্নান গত শনিবার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায় নগরীর বহদ্দারহাট হাট এলাকায় পপুলার রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেলে ক্যামেরা নিয়ে তল্লাশি করছেন হান্নান।
১৫ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিও নিজের ফেইসবুকে পোস্ট করে তিনি লেখেন, " বহদ্দারহাট পপুলার গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের সরজমিন প্রতিবেদনে Cstv24 টিম।বিস্তারিত আসছে দৈনিক চট্টগ্রাম সংবাদ ও জনপ্রিয় আইপি টিভি Cstv24 চ্যানেলে।"
এভাবে প্রত্যেকটি হোটেলে তার ’অভিযান’ চালানোর কথাও লেখেন তিনি।
এ ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে খবর প্রকাশ হয়। এরপর শনিবার তাকে গ্রেপ্তারের খবর দিল পুলিশ।
এ ভিডিওতে হান্নান হোটেলে প্রবেশ করে অভ্যর্থনা কক্ষে কারা আছেন সেটি জানতে চান। বিভিন্ন কক্ষে গিয়ে অতিথিদের বের করে পরিচয় এবং কেন হোটেলে এসেছে সেই তথ্য জানতে চান।
ফেইসবুকে হান্নান নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয় দিয়েছেন। বিএনপি'র বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি পোস্ট করেছেন।
বিভিন্ন বিএনপি নেতার পক্ষে ফেইসবুকে ঈদ শুভেচ্ছার পোস্টারও ফেইসবুকে শেয়ার করেছেন, সেখানে একটিতে নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে তুলে ধরেন।
তবে চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমটির সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, "হান্নান রহিম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য নন। তিনি কখনও ক্লাবের কোনো কাজে জড়িত ছিলেন না এবং বর্তমানেও নেই।"