Published : 08 May 2025, 02:26 PM
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সিইপিজেডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করছেন ‘থিআনিস অ্যাপারেলস’ কারখানার শ্রমিকরা।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থিআনিস গার্মেন্টেসের কয়েকশ শ্রমিক তাদের মার্চ মাসের বকেয়া বেতনের জন্য মূল ফটকের ভেতরে বিক্ষোভ করেছে। তারা বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকের কাছ থেকে সরাসরি ঘোষণা চায়।”
রশীদ বলেন, “আমরা মালিকপক্ষের সাথে কথা বলেছি। আগামী সোমবার নাগাদ তারা বকেয়া বেতন পরিশোধ করবে বলে আমাদের বলেছে।”
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানাটির শ্রমিকরা কয়েকমাসের বকেয়া বেতনের দাবিতে ইপিজেডের ভেতরে মূল ফটকের কাছে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। তবে তারা মূল সড়কে আসেনি।”
বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ মালিকানায় পরিচালিত থিআনিস অ্যাপারেলসে মোট ৮০০ শ্রমিক কাজ করে। বেলা ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল।