Published : 16 Jul 2024, 07:39 PM
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় ছাত্র সংগঠনের কর্মীদের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করার তথ্য দিয়েছেন চট্টগ্রাম ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
প্রয়োজনে আরও বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরের পর নগরীর মুরাদপুর এলাকায় সংঘর্ষে এক ছাত্রদলনেতাসহ তিনজন নিহত হয়। আহত হন ৪০ জনের বেশি।
সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীরা আগের দিনের মত এদিন দুপুরেও ষোলশহর রেল স্টেশনে জড়ো হওয়ার চেষ্টা করেন। সেখানে আগে থেকে অবস্থান নিয়ে ছিলেন সরকারদলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আগের দিনও সেখানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছিল।
এদিন আন্দোলনকারীরা ষোলশহর রেল স্টেশন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে মুরাদপুর মোড়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা হয়। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।
পরে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কে বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান নিরাপত্তা বাড়াতে দুই থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েনের অনুরোধ করেন। পরে বিকালে বিজিবি মোতায়েন করা হয়। তারা বিভিন্ন সড়কে টহল দেওয়া শুরু করেছে।
কোটা আন্দোলন: চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে নিহত ৩