Published : 28 May 2025, 09:31 PM
চট্টগ্রাম নগরীর শের শাহ এলাকায় ভবন নির্মাণে পাহাড় কাটা ও ইমারত নির্মাণ বিধি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।
সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বুধবার নগরীর বায়েজিদ থানার শের শাহ এলাকার দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে অংশগ্রহণকারী সিডিএ’র অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবে বলেন, “পুরো হাউজিং সোসাইটিটি পাহাড়ের উপরে। সেখানে ভবন নির্মাণের কাজে পাহাড় কাটার প্রমাণ পেয়েছি অভিযানে।
“কমপক্ষে ১৫টি ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোর প্রমাণ মিলেছে। কেউ কেউ বেজমেন্টে অনুমোদনের চেয়ে অনেক বেশি পাহাড়ের মাটি কেটেছে। এসব ভবনের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কাজী কাদের নেওয়াজ খান বলেন, “তারা কতটুকু ডেভিয়েশন করেছে সেটা দেখে ব্যবস্থা নেওয়া হবে।”