Published : 25 May 2025, 10:30 AM
পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিতে আহত পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ আলী আকবার ওরফে ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান।
৩২ বছর বয়সী আকবর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নগরী বিভিন্ন থানায় বেশকিছু মামলা রয়েছে।
শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ‘দুর্বৃত্তরা’ তাকে গুলি করে পালিয়ে যায় বলে পুলিশের ভাষ্য।
কিছুদিন আগে ঢাকায় একটি শপিং মল থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত এই ঢাকাইয়া আকবর।
পুরনো খবর