০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
১০ মে রাতে নগরীর বহদ্দারহাটের বারইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন এই ঢাকাইয়া আকবর।
জোড়া খুনের মামলায় তাকে গ্রেপ্তার করার কথা বলেন বাকলিয়া থানার ওসি।
“আমার হাজবেন্ড কি কোরবানির গরু? তাকে নিয়ে এভাবে এলাকায় মাইকিং করতেছে,” বলেন তামান্না।
ভিডিওতে দেখা যায়, সাজ্জাদকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতকড়া ও কোমড়ে দড়ি বেঁধে রাস্তায় হাঁটানো হচ্ছে। তার চারপাশে থানা পুলিশ ও সোয়াট টিমের সদস্যরা।
জোড়া খুনের মামলায় আরও দুই আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার বেলাল ও মানিক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী।
তাদের দুইজনসহ সাতজনের নামে এবং পরিচয় না জানা আরও ছয়/সাতজনকে আসামি করা হয়েছে।