Published : 18 May 2025, 09:39 PM
বৈরি আবহাওয়ায় ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে চুনাপাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এটিতে থাকা ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে গভীরসমুদ্রে ওসমান-৩ লাল বয়ার অদূরে ‘এমভি ইয়া এলাহি’ নামের লাইটার জাহাজটি ডুবে যায় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা জানান।
সংস্থার যুগ্ম পরিচালক মো. সবুর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম থেকে ৯০০ টন চুনাপাথর নিয়ে মোংলা যাচ্ছিল। যাবার পথে গভীর সমুদ্রে ভাসানচরের ‘ডাউনে’ প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে লাইটার জাহাজটি ডুবে যায়।
তিনি বলেন, জাহাজটিতে থাকা ১২ নাবিককে ওই এলাকায় থাকা একটি ফিশিং ট্রলার উদ্ধার করে।