Published : 10 Jul 2023, 07:33 PM
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সিটি করপোরেশন বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ নিয়েছে।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) জেনারেল হাসপাতালে বিনা মূল্যের ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
প্রথমদিনে ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানান হয়েছে।
এদিকে চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের নিয়ে জেলায় চলতি মাসে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৬ জনে।
ডেঙ্গু পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করে মেয়র রেজাউল বলেন, “দরিদ্র জনগণ যাতে অর্থাভাবে ডেঙ্গু পরীক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। যতদিন ডেঙ্গু না কমবে, ততদিন এ কার্যক্রম চলবে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে প্রয়োজনে আরও হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম চালু করা হবে।”
সিসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আবু সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত পরীক্ষা চলবে। আজ সারাদিন ৪৪ জন নমুনা পরীক্ষা করিয়েছে। তাদের মধ্যে দুজনের ফলাফল পজিটিভ এসেছে।”
সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য উন্নত মানের কিট সংগ্রহ করা হয়েছে। যে কেউ জ্বরে আক্রান্ত হয়ে এলে বিনামূল্যে নমুনা পরীক্ষা করা হবে।
নগরীতে ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে, এ পরিস্থিতিতে মশা নিধনে সিটি করপোরেশনের ভূমিকা নিয়েও নাগরিকদের মধ্যে সমালোচনা আছে। রোববার মশার লার্ভা শনাক্তে ড্রোন সংযোজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা শুরু হয়েছে।
সোমবারের অনুষ্ঠানে মেয়র রেজাউল বলেন, “ইতোমধ্যে গতকাল (রোববার) নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে একটি বহুতল ভবনের ছাদে একটি সুইমিংপুল পেলাম, যেটি ২ বছরেও পরিস্কার করা হয়নি।
“ড্রোনের মাধ্যামে এ ধরনের স্থান এবং ছাদে জমে থাকা পানিতে গড়ে উঠা মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত ও ধ্বংস করা সম্ভব হচ্ছে।”
ডেঙ্গু প্রতিরোধে এর বাহক এইডিস মশার বংশবিস্তার ঠেকাতে নগরবাসীর সচেতনতার উপর জোর দেন তিনি।
মশার লার্ভার খোঁজে সোমবার নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালায় সিটি করপোরেশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মশার লার্ভা পাওয়ায় পাঁচটি বাড়ির মালিককে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে সাতজন শিশু। এ বছর ৯৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জেলায়। এরমধ্যে চলতি মাসেই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হল।