Published : 05 Jul 2023, 12:35 PM
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহাম্মদ। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার গভীর রাতে নগরীর লালখান বাজারের বাসায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ দুই ছেলে ও এক মেয়ের জনক।
শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বাসায় টেলিভিশন দেখার সময় তার হার্ট অ্যাটাক হয়। ম্যাক্স হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
“উনার আগে থেকেই হৃদরোগ ছিল। আজ বাদ জোহর আদালত প্রাঙ্গনে উনার জানাজা হবে।”
এরপর বাদ আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে চট্টগ্রাম আদালতে দুদকের পিপি কাজী ছানেয়ার আহমেদ লাভলু জানিয়েছেন।
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা পরিচালনায় কামাল উদ্দিন আহাম্মদের দক্ষতা আলোচিত ছিল।
২০১১ সালের নভেম্বরে অভিযোগ গঠন হওয়া সে মামলার রায় ঘোষণা হয় ২০১৪ সালের জানুয়ারিতে। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান কামাল উদ্দিন আহাম্মদ।
কামাল উদ্দিন আহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, “শ্রদ্ধেয় কামাল উদ্দিন আহাম্মদ একজন দক্ষ আইনজ্ঞ ছিলেন। শুধু তাই নয় তিনি বঙ্গবন্ধুর আদর্শে সারাজীবন নিবেদিত ছিলেন। কোনো বাধা বিপত্তি, হুমকিতে তিনি কখনো পিছ-পা হননি। উনার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হল।”