Published : 26 Apr 2024, 07:11 PM
সবার জন্য স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
তিনি বলেছেন, “বাংলাদেশের প্রত্যেক নাগরিক যেখানেই থাকুক, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য বাংলাদেশ সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে।
“বিগত সময়ের চাইতেও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উন্নত। মানুষ অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন।"
শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে ‘ডেভ কেয়ার ফাউন্ডেশন' আয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মহামারীকালে শেখ হাসিনা সরকারের বিনামূল্যে কোভিডের টিকাদানের কথা মনে করিয়ে দিয়ে ওয়াসিকা বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এমন পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশে বিনামূল্যে করোনাকালীন টিকা পায়নি, এমন অনেক রাষ্ট্রের জনগণ আছে।"
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা বলেন, “বাজেটের সময় জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যখাতে প্রত্যেক বছর বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। সবার জন্য স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। বাংলাদেশে অনেক সরকারি মেডিকেল কলেজ নতুনভাবে হয়েছে এ সরকারের আন্তরিকতায়।”
অধ্যাপক এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার ইশতিয়াক ইমন, ডেভ কেয়ার ফাউন্ডেশনের এমিরিটাস চেয়ারপার্সন অধ্যাপক জয়নব বেগম, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান।