Published : 02 Nov 2023, 12:10 PM
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাংচুর করা হয়েছে আরো দুটি বাস।
তবে বন্দরনগরীতে গণ পরিবহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, ব্যক্তিগত যানবাহনও রাস্তায় নেমেছে আগের দুই দিনের চেয়ে বেশি।
বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, গণপরিবহণ চলাচল প্রায় স্বাভাবিক আছে। নগরী থেকে বিভিন্ন উপজেলায় বাস চলাচল করছে। মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যান চলতে দেখা গেছে।
শাহ আমানত সেতু, দামপাড়া, কদমতলী এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও একে খান গেইট, অলঙ্কার থেকে কয়েকটি বাস ঢাকা, ফেনী ও নোয়াখালীর দিকে ছেড়ে গেছে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বুধবার দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে বাস চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করেন।
দামপাড়া এলাকার একটি বাস কাউন্টারের ব্যবস্থাপক বলেন, প্রশাসনের আশ্বাসের পর রাতে ঢাকার উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে গেছে। তবে যাত্রী কম থাকায় এবং নিরাপত্তার কথা বিবেচনা করে সব পরিবহন থেকে বাস ছাড়েনি।
এদিকে ভোরে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান চাষী ফার্ম এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। তারা দুটি বাস ভাংচুরও করে।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম-লিচুবাগান রুটের ‘এবি ট্রাভেলস’ পরিবহনের তিনটি বাস রাতে রাস্তার পাশে রাখা ছিল। ভোর রাতে অবরোধকারীরা সেখানে হামলা চালায়।
এর আগে বুধবার ভোরেও রাঙ্গুনিয়া এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।