Published : 17 Oct 2023, 05:18 PM
চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুককের সাবেক এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আদালতে পরিবারের মামলার আবেদনের পর ‘ছুটিতে’ গেছেন চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম।
আদালত মামলার আবেদনটি থানাকে এজাহার হিসেবে নেয়ার আদেশ দেয়ার পরপরই সোমবার ওসি খায়রুল ছুটিতে চলে যান। আর পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে বদলির আদেশ দেয়া হয়।
আর থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে পশ্চিম জোনের উপ-কমিশনার কার্যালয়ে পরিদর্শক (অপরাধ) হিসেবে বদলি করে একই দায়িত্বে থাকা মো. ছবেদ আলীকে চান্দগাঁও থানার পরদর্শক (তদন্ত) হিসেবে সোমবার আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকে ওসির দায়িত্বে আছেন ছবেদ আলী।
ওসির সরকারি নম্বরে মঙ্গলবার টেলিফোন করা হলে সেটি রিসিভ করেন পরিদর্শক ছবেদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ওসি ছুটিতে থাকায় তিনি দায়িত্বে আছেন। সোমবার তিনি চান্দগাঁও থানায় যোগ দিয়ে পরিদর্শকের (তদন্ত) দায়িত্ব নিয়েছেন।
“পরিদর্শক মনিবুর রহমানকে ডিসি-পশ্চিম কার্যালয়ে পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে আমাকে,” বলেন তিনি।
ওসি খায়রুল কবে ছুটিতে গেছেন জানতে চাইলে ছবেদ আলী বলেন, “সেটি আমার জানা নেই। আমি গতকাল সেকেন্ড অফিসারের কাছ থেকে দায়িত্ব নিয়েছি।”
স্ত্রীর অসুস্থতার জন্য ওসি খায়রুল ইসলাম ছুটিতে গেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান।
সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু: ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু: আদালতের সমন পাঠানোই হয়নি শহীদুল্লাহকে
গত ৩ অক্টোবর রাতে নগরীর এক কিলোমিটার এলাকায় বাসার কাছে রাস্তা থেকে একটি সিআর মামলায় দুদকের সাবেক উপ-পরিচালক সৈয়দ মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। পরে থানায় অসুস্থ হয়ে মারা যান তিনি।
রনি আক্তার তানিয়া নামে এক নারীর করা মামলায় গ্রেপ্তার করা হয় শহীদুল্লাহকে। ওই নারী নিজেকে ‘শহীদুল্লাহর বাসার গৃহকর্মী’ দাবি করেন। বেতনের ‘বকেয়া টাকা আনতে বাসায় যাওয়ায়’ গত ২৩ অগাস্ট রাতে তাকে শহীদুল্লাহ ও তাদের আত্মীয় কায়সার আনোয়ার ‘মারধর করেছিলেন’ বলে মামলায় অভিযোগ করা হয়।
তবে রনি আক্তার তানিয়া নামে তাদের গৃহকর্মী ছিলেন না বলে দাবি করেছিলেন নিহতের ছেলে।
পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সোমবার দুদকের সাবেক কর্মকর্তা শহীদুল্লাহর স্ত্রী ফৌজিয়া আনোয়ার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন। যেখানে চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান, গ্রেপ্তার করতে যাওয়া দুই এসএসআই ইউসুফ আলী ও সোহেল রানাকে আসামি করা হয়েছে।
চট্টগ্রামে থানায় নেওয়ার পর সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু, ২ পুলিশ প্রত্যাহার
চট্টগ্রামে থানা হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু
এছাড়াও এস এম আসাদুজ্জামান, জসীম উদ্দিন, মো. লিটন, রনি আক্তার ওরফে তানিয়া ও কলি আক্তার নামে আরও পাঁচজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদের মধ্যে রনি আক্তার তানিয়া যে মামলায় দুদকের সাবেক উপ-পরিচালক শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলার বাদী।
আদালত আবেদনটি মামলা হিসেবে নেয়ার জন্য থানাকে আদেশ দিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।
শহীদুল্লার মৃত্যুর পর তাকে গ্রেপ্তার করতে যাওয়া চান্দগাঁও থানার দুই এএসআই ইউসুফ আলী ও সোহেল রানাকে থানা থেকে বদলি করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সমন না পাঠিয়ে আটকে রাখায় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হারুন উর রশিদকে মুখ্য মহানগর হাকিম আদালতের ক্যাশিয়ার পদে বদলি করা হয়েছিল।