Published : 14 Dec 2023, 09:18 PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে সোয়া এক কেজি সোনার বার ও অলঙ্কার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে ওই যাত্রীকে আটক করা হয়।
আটক শহীদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়া।
অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক যাত্রী শহীদুলকে তল্লাশি করে তার সাথে থাকা হ্যান্ডব্যাগ থেকে সাতটি সোনার বার ও কিছু অলঙ্কার জব্দ করা হয়।
উদ্ধার করা সোনার বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম, সাতটির ওজন এক কেজি ১১২ গ্রাম। আর অলঙ্কারগুলোর ওজন ১০০ গ্রাম।
আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।