Published : 02 Jun 2025, 09:18 PM
চাকুরিরত সরকারি কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসার ব্যয় হিসাবে পাওয়া টাকা করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া মস্তিস্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয়ের অর্থও করমুক্ত।
সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ সময় স্বাস্থ্যখাতে নানা সুবিধা দেওয়ার কথা বলেন তিনি।
বাজেট বক্তৃতায় তিনি এটির পাশাপাশি হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে কেনার ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ২০৩০ সালের জুন পর্যন্ত অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন।