Published : 23 Dec 2024, 10:26 PM
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে বিদায়ী কান্ট্রি ডিরেক্টরের সময়ে উন্নয়ন সহযোগীটির অর্থায়নে পরিচালিত অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, সেবা ডিজিটাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচনের মত প্রকল্পগুলোর জন্য ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে আগামী মাসে বিশ্ব ব্যাংকের চাকরি থেকে অবসর নিতে যাওয়া সেক বলেন, গত ১৯ ডিসেম্বর বিশ্ব ব্যাংক বাংলাদেশের জন্য তিনটি প্রকল্পে প্রায় ১২০ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। এগুলোর মধ্যে জলবায়ু সহনশীলতা এবং টেকসই পরিবেশ, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং চট্টগ্রামে পরিসরবরাহ ও পয়নিষ্কাশন সেবার কর্মসূচি রয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, গত রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে ৯০ কোটি ডলারের দুটি প্রকল্প সই হয়।
এর মধ্যে জলবায়ু সহনশীল ও জেন্ডার রেসপনসিভ অবকাঠামো নির্মাণের প্রকল্পে ব্যয় হবে ৪০ কোটি ডলার। সুষম উন্নয়নের লক্ষ্য বিভিন্ন নীতি প্রণয়নে বাকি ৫০ কোটি ডলার ব্যয় হবে।
ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রধান সংস্কার পদক্ষেপগুলোয় বিশ্ব ব্যাংকের সমর্থন থাকার কথাও তুলে ধরেন আব্দুলায়ে সেক।