Published : 03 Jun 2025, 01:11 AM
নোবেলসহ অন্তত দশ ধরনের বিদেশি পুরস্কার বাবদে পাওয়া অর্থ থেকে আয়কর কাটবে না নোবেলজয়ী মুহাম্মাদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
আসছে ২০২৫-২৬ অর্থবছর থেকে এ নিয়ম কার্যকর করার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
এতদিন কেবল সরকার থেকে পাওয়া পুরস্কারের ক্ষেত্রে কর অব্যাহতি ছিল। অর্থাৎ কোনো ব্যক্তি সরকারের কোনো পুরস্কার থেকে যে অর্থ পেতেন, তার ওপর কোনো কর দিতে হত না।
সোমবার জারি হওয়া আয়কর অধ্যাদেশে এটি পরিবর্তন করে সরকারের জায়গায় বাংলাদেশ সরকার অথবা বিদেশি কোনো সরকার যুক্ত করা হয়েছে।
এরপর নতুন করে আরও একটি দফা যুক্ত করা হয়েছে নতুন অধ্যাদেশে। সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত নোবেল, র্যামন ম্যাগসাইসাই, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার থেকে অর্জিত আয় করমুক্ত সুবিধা পাবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন । দেশে বেশ কয়েকজন ম্যাগসাইসাই পুরস্কারও পেয়েছেন।