Published : 02 Jun 2025, 11:03 PM
দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে আসছে অর্থবছরের বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) তহবিল হিসেবে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
সোমবার বিকালে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব তুলে ধরে বলেন, “দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা জরুরি।
“তাই বিনিয়োগের পথে বিদ্যমান অন্তরায়গুলো চিহ্নিত করে তা দ্রুততম সময়ে দূর করার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
অর্থ উপদেষ্টা বলেন, “বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্র্যাকিং-এর মাধ্যমে প্রকৃত বিনিয়োগে রূপান্তর করা হবে।
“এছাড়া, দেশের সম্ভাবনাময় ক্ষেত্রসমূহে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্প বাস্তবায়ন উৎসাহিত করার দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে পিপিপি তহবিল হিসেবে আগামী অর্থবছরে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।”
তিনি বলেন, “বিনিয়োগকারীদের দ্রুত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে বর্তমানে ৪৩টি সংস্থার ১৩৪টি সেবা প্রদান করা হচ্ছে।
“এছাড়া, ব্যবসার পরিবেশ উন্নয়নে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আবেদন, প্রক্রিয়াকরণ ও সেবা প্রদানের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর আওতায় বালাদেশ সিঙ্গেল উইনডো খোলা হয়েছে।”
২০১০-১১ অর্থবছরের বাজেটেও এ খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছিল।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পিপিপির জন্য ৩ হাজার ৮০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
২০১৫ সালের সেপ্টেম্বরে সংসদ কাজে প্রধানমমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিল-২০১৫’ প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।
তৎকালীণ সরকার বলছিল, দেশের ‘অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করতে’এবং পিপিপিকে আইনি কাঠামো দিতেই এ আইন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে পিপিপি উদ্যোগ বাস্তবায়নের জন্য পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি ফর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ২০১০ প্রণয়ন করা হয়।
সবশেষ চলতি বছরের এপ্রিলে চার দিনের বিনিয়োগ সম্মেলনে প্রায় ৪৫০ বিদেশি বিনিয়োগকারী অংশ নেন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
চার দিনের এ আয়োজনে বাংলাদেশের বিনিয়োগকারীরাও ছিলেন।