Published : 18 Dec 2024, 07:36 PM
আর্থিক ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্র মালিকানাধীন সংস্থার ব্যবস্থাপনা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং বাণিজ্য নীতি শক্তিশালী করতে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
ঢাকার শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বুধবার এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের অফিসার ইনচার্জ জিংবো নিং এতে সই করেন। ‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের’ আওতায় এ ঋণ দিচ্ছে এডিবি।
রাজস্ব আহরণে ‘খারাপ সময় পার করা’ বাংলাদেশের জন্য গত সপ্তাহে ৬০ কোটি ডলারের নীতি-ভিত্তিক ঋণ অনুমোদন করে এডিবি। ঋণের অর্থে অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশীয় সম্পদ আহরণের সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হবে।
গত ১১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এডিবি বলে, ঋণ অনুমোদনের উদ্দেশ্যের মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করা, স্বচ্ছতা ও সুশাসন উন্নয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রাজস্ব আহরণে খারাপ সময় পার করছে। নীতি-ভিত্তিক ঋণ বাংলাদেশকে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করার পাশাপাশি দেশীয় সম্পদ আহরণ বাড়াতে মূল নীতিগত পদক্ষেপ নিতে সহায়তা করবে। ঋণ কর্মসূচির মধ্যে ডিজিটালাইজেশন, ‘সবুজ’ উদ্যোগ, কর প্রণোদনা ও ছাড়ের যৌক্তিককরণ এবং কর মনোবল বাড়াতে করদাতাদের সহায়তা করার ব্যবস্থা রয়েছে।
ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি বিনিয়োগ প্রকল্পগুলোর স্বচ্ছতা এবং দক্ষতা উন্নত করা এ ঋণের আরেকটি উদ্দেশ্য।
ঋণ অনুমোদনের পর দিন ১২ ডিসেম্বর অবকাঠামো খাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ১০ কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি করে এডিবি।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, বিআইএফএফএল এর সক্ষমতা বাড়াতে এ অর্থ খরচ হবে।
অর্থ বিভাগ সরকারের পক্ষে এ অর্থব্যবহারের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন-
এডিবির সঙ্গে আরো ১০ কোটি ডলারের ঋণচুক্তি
রাজস্ব আহরণে 'খারাপ সময়': বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি