Published : 23 Nov 2024, 07:40 PM
কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার পরিবেশ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সৈকতের ৬ কিলোমিটার এলাকাজুড়ে থাকা খাবারের মোড়ক, পলিথিন, একবার ব্যবহার্য্য প্লাস্টিক, বোতল, সিগারেটের প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধন সামগ্রী এবং ইলেক্ট্রনিক বর্জ্য পরিষ্কার করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ বলেন, “পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সৈকতসহ সব ধরনের পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।