হংকংভিত্তিক নিউজ ও ডেটা প্ল্যাটফর্ম ‘আর্থ’ বন্যপ্রাণী ও প্রকৃতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে প্রতিবছর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে এক হাজার আলোকচিত্রী ছবি জমা দিয়েছিলেন। সেখান থেকে তিনটি বিভাগে আটটি ছবি পেয়েছে সেরার পুস্কার।
এবারের প্রতিযোগিতায় ‘ক্লাইমেট অ্যকশন’ বিভাগে সেরার পুরস্কার জিতেছেন ইতালির জীববিজ্ঞানী ও আলোকচিত্রী এমিলিও মানকুসো। ইতালির নলিতে সমুদ্র তলদেশে কাচের গোলকে চাষাবাদ নিয়ে গবেষণা করছে ‘নিমোস গার্ডেন’ নামের একটি কোম্পানি। সেই ‘নিমোস গার্ডেন’ ঘিরে আশ্রয় নেওয়া সার্ডিন মাছের ঝাঁক তার ছবির বিষয়বস্তু।