ঘরোয়া উপায়ে বাসা থাকুক সুবাসিত
কোরবানির ঈদে যাবতীয় মনোযোগ থাকে পশু কোরবানি, মাংস বিলানো ও রান্না করায়। এর পাশাপাশি বাড়তি মনোযোগ দিতে হয় ঘর ও পরিবেশ পরিষ্কার এবং সতেজ রাখায়। কোরবানির সময় দীর্ঘক্ষণ বাতাসে ভেসে বেড়ায় বর্জ্যের গন্ধ। যা খুবই অস্বস্তিকর। এই অবস্থায় প্রয়োজন পড়ে ঘর সুবাসিত ও সতেজ রাখার। এক্ষেত্রে ‘সিমার পট’ বা ঘরোয়া সুগন্ধি ফোটানোর প্রাকৃতিক ও সহজ কৌশল হতে পারে চমৎকার সমাধান।