Published : 07 Apr 2023, 04:55 PM
বলিউডে সাড়া জাগানো ‘দিল সে’ সিনেমার বয়স দুই যুগ, মুক্তির পরই সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ানো ওই সিনেমায় চলন্ত ট্রেনের ছাদে এআর রহমানের ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে নেচেছিলেন শাহরুখ খান আর মালাইকা অরোরা; যেটি এখনও আধুনিক ভারতীয় সিনেমায় সবচেয়ে আইকনিক গানের একটি হয়ে আছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অনবদ্য এই গান ও নাচ নিয়ে বলিউডে এখনও আলোচনা হয়; সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সেই গানের পেছনের কথা বলেছেন মালাইকা অরোরা।
তিনি জানান, এই গানে নাচের জন্য কয়েকজন নায়িকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারা সেই প্রস্তাবে তখন রাজি না হওয়ায় শাহরুখ খানের সঙ্গী হয়েছিলেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
গুরু রান্ধাওয়ার সঙ্গে তার প্রথম ভিআর মিউজিক ভিডিওর প্রচারে মঙ্গলবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে মালাইকা বলেন, ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে নাচতে যারা সেসময় রাজি হননি, তাদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞ।
“এটা ভালো যে অনেকেই গানটি প্রত্যাখ্যান করেছিলেন, তাতে আমার উপকার হয়েছিল। আমি অনেক খুশি। আমি ভাগ্যে বিশ্বাসী। আমি মনে করি, এটাই হওয়ার কথা ছিল। এতে ফারাহ খান থেকে শাহরুখ খান, মনি রত্নম থেকে এআর রহমান আর সান্তোষ সিভানের মত সেরাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে যাই। সবথেকে সেরাদের সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছিল।
“এমনকি ২৫ বছর পরও যদি আপনি এমন কোনো গানের ব্যাপারে ভাবতে থাকেন, যেটি বড় পর্দায় ব্যাপক সাড়া ফেলেছে, সবাই বলবে, ‘ছাঁইয়া ছাঁইয়া’ ওই সেরাদের একটি।“
মালাইকা বলেন, “এমনকি আজও মানুষ ওই গান গায় আর নাচে। এখনও সেই গানের জন্য ভালোবাসা পাই। ফলে আমি খুব খুশি যে এমন একটি ব্লকবাস্টার গানের অংশ হতে পেরেছি।”
১৯৯৮ সালের ২১ অগাস্ট বলিউডে মুক্তি পায় ‘দিল সে’। শাহরুখ খান ও মালাইকা ছাড়াও এতে ছিলেন প্রীতি জিনতা ও মনীষা কৈরালা।
মনি রত্নম পরিচালিত এই সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের কোরিওগ্রাফি করেন ফারাহ খান। তিনি একবার জানিয়েছিলেন, গানটির ভিডিও ধারনের জন্য প্রথমে শিল্পা শেঠীকে প্রস্তাব করা হয়েছিল।
পরে মালাইকাকে উদ্দেশ্য করে টিভি রিয়েলিটি শো ‘মুভিং উইথ মালাইকা’য় ফারাহ খান বলেছিলেন, “তুমি সেই ছাঁইয়া ছাঁইয়া গার্ল। কিন্তু তোমার জন্য সেটি ভাগ্যের, অন্য পাঁচ হিরোইন তখন ট্রেনে উঠে নাচতে চায়নি।”
এছাড়া ‘দিল সে’ সিনেমার সেটে একজন মেকআপ ম্যান ওই গানের জন্য মালাইকার নাম সুপারিশ করেছিলেন, মালাইকাকে সে কথাও বলেন ফারাহ।
তিনি বলেন, “মালাইকা আমাদের নেটওয়ার্কের ভেতরে ছিল না। আমরা শিল্পা শেঠি কুন্দ্রা, শিল্পা শিরোদকার এবং আরও ২-৩ জনের কাছে গেলাম। একজনের ট্রেনে ওঠার ভয় ছিল, আরেকজনকে পাওয়া গেল না। তখন মেকআপম্যান বললেন, মালাইকা খুব ভালো নাচে।
“মালাইকা যখন ট্রেনের ছাদে উঠছিল, তখন আমরা কৌতূহলী হয়ে তাকিয়েছিলাম আদৌ উঠবে কিনা। কিন্তু বাকিটা… আমরা তো জানি, ইতিহাস।”
আরও পড়ুন-
‘ছাঁইয়া ছাঁইয়া’ নাচার কথা ছিল, ‘মোটা’ বলে তাকে দেওয়া হয়েছিল বাদ