Published : 06 Jul 2025, 10:39 AM
বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মা এবং ক্রিকেট তারকা বিরাট কোহলি মনে করেন, তারা পরিচিত বলেই, তাদের সন্তানদেরও ‘বিশেষ’ হিসেবে পরিচিত করে তুলতে হবে, এমন কোনো মানে নেই।
তারা স্বামী-স্ত্রী যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দুই ছেলেমেয়ে যতদিন না নিজেরা নিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে, ততদিন তাদেরকে একটু আড়ালে রাখা হবে।
আর সোশাল মিডিয়ায় সন্তানদের উপস্থিতি তারা একেবারেই চান না বলে জানিয়েছেন আনুশকা।
বিয়ের পর দুই সন্তানের মা এখন আনুশকা। পরিবার-সন্তানের প্রতি ‘মনোযোগী’ আনুশকা দূরত্ব তৈরি করছেন কাজের সঙ্গে। সন্তান পালনে তাদের পাশে থাকার গুরুত্ব নিয়ে সংবাদমাধ্যমে একটি দীর্ঘ সাক্ষাৎকার এসেছে এই অভিনেত্রীর।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, চার বছরের কন্যা ভামিকা ও ১৫ মাসের ছেলে আকয়ের মা আনুশকা বলেছেন, তারা তাদের সন্তানদের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছেন সবার আগে।
“আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। আমরা সন্তানদের লাইমলাইটে রাখতে চাই না। তাই সন্তানদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। আমরা মনে করি, এ সিদ্ধান্ত সে বড় হয়ে নিজেই নিতে পারবে।”
আনুশকা মনে করেন কোনো শিশুকেই অন্যদের চেয়ে আলাদা করে তোলা উচিত নয়। বড়দের পক্ষেও এই বিশেষ হয়ে ওঠা সামাল দেওয়া কঠিন। ছোটদের জন্য তো আরও কঠিন।
“তাই আমরা এটি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছি।”
শিশুর ব্যক্তিত্ব গঠনের ব্যাপারে তিনি অভিভাবকদের ভূমিকার কথা তুলে ধরেছে।
আনুশকা বলেন, “একজন মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে ছোটবেলার মানসিক গঠন সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমি প্রগতিশীল পরিবেশে বেড়ে উঠেছি। তাই আমিও চাই আমাদের বাড়ির মূল্যবোধেও সেটা প্রতিফলিত হোক।
“আমরা চাই আমাদের সন্তান অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোক। এই মূল্যবোধ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।”
সন্তান পালন করার দায়িত্ব কেবল বাবা-মায়ের, আনুশকা সেটি মনে করেন না।
তার কথায়, “এটি একটি যৌথ কাজ। আমরা একটি পরিবার হিসেবে একসঙ্গে কাজ করি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের সন্তান যেন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়।“
নিজের সন্তানদের বেলায় আনুশকাই প্রধানত দেখাশোনার দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, “কারণ, এটাই বাস্তবতা। আমি নিজে আমার কাজের সময় ঠিক করতে পারি, বছরে একটি বা দুটি সিনেমা করতে পারি। কিন্তু বিরাট সেটা পারে না, তাকে সারা বছর সময় দিতে হয়।”
শোনা গিয়েছিল ‘চাকদাহ এক্সপ্রেস’ সিনেমা করছেন আনুশকা। এ সিনেমায় তাকে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। কিন্তু নেটফ্লিক্সের সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
মাঝে ২০২৩ সালে তথ্যচিত্র ‘দ্য রোমান্টিকসে’ আনুশকা অভিনয় করলেও ফেরা হয়নি বড় পর্দায়। এই অভিনেত্রীর কাজের সঙ্গে দূরত্ব তৈরির মূল কারণ পারিবারিক ব্যস্ততা।
মাঝখানে কয়েকবার এমনও শোনা গেছে, লন্ডনেই থিতু হচ্ছেন তিনি। তবে আনুশকা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি।
তবে তার ঘনিষ্ঠজনেরা বলছেন, সন্তানেরা আরেকটু বড় হলেই অভিনয়ে ফিরবেন তিনি।